বদরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র পৃথক পৃথক বর্ণাঢ্য র্যালী ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭ নভেম্বর বিকেলে পৌর শহরের থানার মোড় এলাকা থেকে এ বর্ণাঢ্য র্যালী করেন বিএনপি নেতাকর্মীরা।
এদিকে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার পৃথকভাবে বর্ণাঢ্য র্যালী বেড় করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। অপরদিকে উপজেলা বিএনপি'র নেতাকর্মীরা পৃথকভাবে বর্ণাঢ্য র্যালী করেন। একই রকম পৌর বিএনপির নেতাকর্মীরা পৃথকভাবে বর্ণাঢ্য র্যালী করেন।
বর্ণাঢ্য র্যালী ও মিছিল শেষে পৃথকভাবে সমাবেশে করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।