৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৮ নভেম্বর, ২০২৫ - 18 November, 2025

রংপুরে ইকরা তাদরীসুল কুরআন মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

15 hours ago
32


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ইক্রা তাদ্রীসুল কুরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ২দিন ব্যাপি বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটির আয়োজনে রংপুরের এরশাদ মোড় আল্লাহ চত্বর সংলগ্ন স্বপ্নসিড়ি মডেল স্কুল মাঠে উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১ম দিনের কর্মসূচির মধ্যে ছিলো দুপুর ২টা হতে ছাত্রদের কোরআন তেলোয়াত প্রতিযোগীতা, বাদ মাগরিব সাংস্কৃতিক সন্ধ্যা।

উক্ত কোরআন তেলোয়াত প্রতিযোগীতায় ৩ টি গ্রুপ অংশ নেয় কোরআনে পাক হতে ক গ্রুপ ৩০ নং পারা, খ গ্রুপ ১-৫ নং পারা, গ গ্রুপ ৬-১০ নং পারা তেলোয়াতের মাধ্যমে ক ও খ গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে এবং গ গ্রুপের ১ম ও ২য় অধিকারীর মাঝে পুরস্কার বিতরণ করা হবে অনুষ্ঠানের ২য় দিনের কর্মসূচিতে।

কোরআন তেলোয়াত প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাহরুল উলুম ফাযিল মাদ্রাসার (বদরগঞ্জ) আরবি প্রভাষক হাফেজ মাওলানা হাসিনুর রহমান, জামতলা মাদ্রাসা (পীরগঞ্জ) প্রধান হাফেজ হাসানুর রহমান, লালমনিরহাটের হাফেজ মাওলানা মুফতি হুসাইন আহমেদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইক্রা তাদ্রীসুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামীম মাওলানা ফরহাদ আলী।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth