৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৯ নভেম্বর, ২০২৫ - 19 November, 2025

রাজারহাটে ১০ কেজি গাঁজাসহ ১মাদকব্যবসায়ী গ্রেফতার

2 hours ago
13


প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):  

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ১০কেজিরও বেশী গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১৩হাজার টাকাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।  

পুলিশ জানান, মঙ্গলবার(১৮নভেম্বর)  রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় মাদক প্রতিরোধ কমিটি ও সচেতন ছাত্র-জনতার সহায়তায় ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ১৩ হাজার টাকা সহ  মাদক ব্যবসায়ী নিরোধ নারায়ন ওরফে সাদ্দাম (৩৬)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এঘটনায় পুলিশ বুধবার(১৯নভেম্বর) সাদ্দামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে বলে থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন জানিয়েছেন। তিনি আরও বলেন- আসামি সাদ্দামের বিরুদ্ধে রংপুর কোতোয়ালী থানার একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth