চিলমারীতে সন্ত্রাসবিরোধী আইনে আ,লীগ নেতা আটক
চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে সন্ত্রাসবিরোধী আইনে পরিচালিত বিশেষ অভিযানে রুহুল আমিন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে থানাহাট ইউনিয়নের পুটিমারী শাকখাওয়ার মোড় এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রুহুল আমিন থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি পুটিমারী এলাকার খলিলুর রহমানের ছেলে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুহুল আমিনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বুধবার দুপুরে আদালতে পাটানো হয়েছে।