৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ২১ নভেম্বর, ২০২৫ - 21 November, 2025

রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

21 hours ago
17


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।

 (২০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাংবাদিকরা রংপুরের দীর্ঘদিনের চলমান সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প এবং প্রতিকারমূলক উদ্যোগ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

সভায় বক্তব্য দেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, মেরিনা লাভলি, জাকির মুন্সী, আশরাফ খান কিরন, আবু রায়হান, শাহরিয়ার মিমসহ গণমাধ্যম নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) রংপুরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

সভায় তিনি বলেন— “রংপুর আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব নয়, এটি মানুষের বিশ্বাস, সংগ্রাম এবং ত্যাগের প্রতীক। ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ পাঁচজন শহীদের রক্তস্মৃতির এই রংপুরে আমি একটি স্বচ্ছ, দক্ষ, মানবিক ও অংশগ্রহণমূলক প্রশাসন গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের প্রতিটি কার্যক্রমে পেশাদারিত্ব, সুশাসন, জবাবদিহিতা এবং মানবিকতার সমন্বয় ঘটিয়ে নাগরিকদের আস্থা বাড়ানোই আমার লক্ষ্য। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নত করা, অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে নেওয়া এবং আইনশৃঙ্খলা সুদৃঢ় করাই হবে আমার মূল অঙ্গীকার।

নবাগত জেলা প্রশাসক আরও আশাবাদ ব্যক্ত করেন— রংপুরকে আলোকিত, সমৃদ্ধ ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রশাসন, সাংবাদিক এবং নাগরিকদের সমন্বয় অপরিহার্য। আমরা সবাই একসাথে কাজ করলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

সভা শেষে তিনি রংপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন— সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন ও সুশাসনের যাত্রায় আপনাদের সমর্থন, পরামর্শ ও  constructive ভূমিকা রংপুরকে এগিয়ে নিতে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।

রংপুরের ইতিহাস, ত্যাগ ও সম্ভাবনা—এই তিনকে সামনে রেখে মোহাম্মদ এনামুল আহসান একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও মানবিক প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth