গঙ্গাচড়ায় ডিবি'র অভিযানে ৫৪পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় ডিবি'র অভিযানে ৫৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। আটকরা হলেন, গঙ্গাচড়া ইউনিয়নের মনাকষা গ্রামের জোনাব আলীর ছেলে স্বপন আলী (৩৮) ও বুড়ির হাট গোয়ালু এলাকার জোনাব আলীর ছেলে সাঈদ (২৮)।
রংপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,
বুধবার রাতে আটক স্বপন ও সাঈদ গঙ্গাচড়া সদরের মনাকষা গ্রামে একটি সড়কে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিল। গোপন সংবাদে রংপুর জেলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদক কারবারীদের আটক করে।
এসময় দুজনের নিকট থেকে ৫৪ (চুয়ান্ন) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট
উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, গ্রেফতারকৃতদের মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।