৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ২১ নভেম্বর, ২০২৫ - 21 November, 2025

বাংলাদেশে ধর্মীয় সাম্প্রতিক উন্নয়ন করতে হবে -আর্চবিশপ কেভিন এস. র‌্যান্ডাল

21 hours ago
22


কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

ক্যাথলিক চার্চের দূত (অ্যাপোস্টলিক নুনসিও) আর্চবিশপ কেভিন এস. র‌্যান্ডাল বলেছেন, বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে সকল ধর্মের মানুষের জন্য সমন্বিতভাবে সাম্প্রতিক ধর্মীয় উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিভিন্ন ধর্মের এক হাজার ধর্মীয় গুরুর সঙ্গে আলোচনা করে বাংলাদেশের ধর্মীয় অগ্রগতির নানা দিক গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জের চাঁদখানা ইউনিয়নের  কেল্লাবাড়ী মা মারিয়া স্কুল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আর্চবিশপ কেভিন এস. র‌্যান্ডাল আরও বলেন, ৫৩ বছর ধরে যে সাম্প্রতিক সম্প্রীতি বাংলাদেশ বজায় রেখে আসছে, তা মাঠপর্যায়ে আরও সুদৃঢ় করতে হবে। শান্তি প্রতিষ্ঠায় আমরা সকলের উদ্দেশে সুস্পষ্ট বার্তা দিতে চাই।

বিদ্যালয়ের শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন,

আজ শিশু দিবস। শিশুদের বিদ্যালয়ে সক্রিয় অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক। আজকের শিশুরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। শিক্ষা অর্জন চরিত্র গঠন ও সুসংগত জীবনযাপনের অন্যতম ভিত্তি। আমরা শিক্ষকদের কাছ থেকেও অনেক কিছু শিখতে পারি।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ শাখার ম্যানেজার সাগর ডি কস্ট্রা, মা মারিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth