২২ পৌষ, ১৪৩২ - ০৫ জানুয়ারি, ২০২৬ - 05 January, 2026

বিরলের ফরক্কাবাদ ইউনিয়নের ৬ সদস্যর আওয়ামী রাজনীতি থেকে পদত্যাগ করে সরে দাড়ানোর ঘোষণা

1 month ago
151


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলের ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের ৬ জন নির্বাচিত সদস্য একযোগে সংবাদ সম্মেলন করে জানালেন বাংলাদেশ আওয়ামীলীগ বা এর কোন অঙ্গ সংগঠনের রাজনীতি থেকে পদত্যাগ করে রাজনীতি হতে সরে দাড়ানোর ঘোষণা। জনসেবার জন্য ইতিপূর্বে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেও জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবীত হয়ে উনারা পূর্বের কোন কর্মকান্ডের জন্য কেউ ব্যাথিত হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেছেন। বর্তমানে দলটির কোন কার্যক্রমের সাথে উনারা আর জড়িত নাই এবং ভবিষ্যতেও কখনও জড়িত হবেন না বলে অঙ্গীকার ব্যাক্ত করেন ইউপি সদস্যবৃন্দ।

বৃহস্পতিবার সকালে বিরল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ০২ নং ফরক্কাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য রাকিব হাসান রনি, ৭ নং ওয়ার্ড সদস্য আবু বক্কর সিদ্দিক, ৪ নং ওয়ার্ড সদস্য আজিজুর রহমান, ২ নং ওয়ার্ড সদস্য মমিনুর রশিদ মমিন, ৮ নং ওয়ার্ড সদস্য মোজাফ্ফর হোসেন, ৪-৫-৬ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফাউজিয়া বেগম উপস্থিত থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় কোন রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কারণে পদত্যাগ করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিজেদের অনুভূতি এবং জনগণের প্রত্যাশা থেকে রাজনীতি থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত বলে জানান ইউপি সদস্যবৃন্দ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth