৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ২১ নভেম্বর, ২০২৫ - 21 November, 2025

কাউনিয়ায় মাদক চোকো প্লাসসহ একজন গ্রেফতার

21 hours ago
33


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কোডিন ফসফেট এবং ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড যুক্ত চোকো প্লাস সহ গোলাম রসুল ওরফে ল্যাংড়া রসুলকে গ্রেফতার করেছে আরপিএমপি হারাগাছ থানা পুলিশ।

আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে রংপুর কারাগাড়ে পাঠায় পুলিশ।

গ্রেফতার গোলাম রসুল ওরফে ল্যাংড়া রসুল বগুড়া সদরের নামাজ ঘরতে তেতুলতলা এলাকার মৃত খয়বর শেখের ছেলে।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, হারাগাছ থানাধীন ধুমগাড়া এলাকায় বুধবার রাত সোয়া ১১ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ নেশাজাতীয় মাদক ৪ বোতল চোকো প্লাস সহ গোলাম রসুল ওরফে ল্যাংড়া রসুলকে আটক করে। ফেনসিডিলের মতো কোডিন ফসফেট এবং ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড যুক্ত চোকো প্লাস সিরাপ হচ্ছে নেশাজাতীয় মাদক। এটি বেচাকেনা নিষিদ্ধ বলে জানান ওসি আজাদ রহমান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth