২৬ পৌষ, ১৪৩২ - ০৯ জানুয়ারি, ২০২৬ - 09 January, 2026

কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

1 month ago
124


শোকে স্তব্দ চিলমারী থানা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী মডেল থানায় দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামানের মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবরটি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই থানার প্রতিটি সদস্যের মধ্যে নেমে আসে নিস্তব্ধতা। কেউ কথা বলতে পারছিলেন না, চোখে ছিল অশ্রু।

সহকর্মীদের মতে, তিনি ছিলেন শান্ত-স্বভাবের, কর্তব্যপরায়ণ এবং সকলের প্রিয় একজন পুলিশ কর্মকর্তা। তাঁর হঠাৎ চলে যাওয়া সবাইকে স্তব্দ করে দিয়েছে।

ওসি আশরাফুল ইসলাম জানান, ‘এমন মৃত্যু মানা সত্যিই কঠিন। আমরা একজন সৎ, পরিশ্রমী ও মানবিক পুলিশ সদস্যকে হারালাম।’

নিহত এসআই মো. আসাদুজ্জামান (বিপি নং–৮১০৪০৪৭০৫৮) নীলফামারীর সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকার মো. হামিদুল হকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় ফিরে এলেও পুনরায় অসুস্থ হয়ে পড়েন। আবারো হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে রংপুর মেডিকেলে রেফার করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাতেই সহকর্মীরা মরদেহ নিয়ে কুড়িগ্রাম পুলিশ লাইনে আসেন। রোববার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে তার স্ত্রীর কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় পুরো পরিবেশে সৃষ্টি হয় হৃদয়বিদারক নীরবতা। সহকর্মীদের অনেকেই কান্না থামাতে পারেননি।

আরিফ নামে এক পুলিশ সদস্য বলেন, ‘সে শুধু আমাদের সহকর্মী ছিল না, ছিল পরিবারের একজন লোকের মতো। এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতেই পারছি না।’

ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারালাম। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’

চিলমারী থানার প্রতিটি সদস্য আজ শোকাহত। তাদের প্রিয় সহকর্মী, বন্ধু ও অভিভাবকের মতো মানুষটি চলে যাওয়ায় পুলিশ পরিবারে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth