পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচনীয় তফশিল ঘোষণা ভোট গ্রহণ ৯ ডিসেম্বর
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি:
পার্বতীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির ২৩ অক্টোবর সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী কমিটি গঠনে পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে।
গত ২৩ অক্টোবর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মতামতে দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাবের সদস্যদের সাধারণ সভায় এ তফসিল সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হয়।
৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও গঠন করা হয়, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে- মোঃ আব্দুর রশিদ সরকার সহকারি অধ্যাপক, মোঃ আবু বক্কর সিদ্দিক সহকারি অধ্যাপক, মোঃ রফিকুল ইসলাম প্রদর্শক।
পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিলে ঘোষণা করা হয় - ১৯-২০ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতারন, ২৩ নভেম্বর ২০২৫ মনোনয়নপত্র দাখিল, ২৪ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ২৫ নভেম্বর ২০২৫ সকাল ১০ টায় আপিল গ্রহণ ও সুনানি, ২৬ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ২৭ নভেম্বর সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর সকাল দশটা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণ।
দ্বি-বার্ষিক নির্বাচনে পার্বতীপুর প্রেসক্লাবের ৬২ জন সদস্য তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। আগামী কমিটি গঠনের যে যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সভাপতি পদে ৩ জন আব্দুল কাদির, আতাউর রহমান, হাবিব ইফতেখার, সহ-সভাপতি ২ জন বদরুদ্দোজা বুলু ,আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে ৩ জন তাজকীর হোসাইন, মামুনুর রশিদ বিপ্লব, মোস্তাফিজুর রহমান বকুল, যুগ্ম সম্পাদক পদে ২ জন আব্দুল আল মামুন মিলন, জাকারিয়া হোসেন, কোষাধ্যক্ষ পদে ২ জন জোবাইদুর রহমান, রুকুনুজ্জামান বাবুল, দপ্তর সম্পাদক পদে ৩ জন মিনহাজুল ইসলাম তারেক, স্বপন চন্দ্র রায়, জলিল সরকার, সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে ২ জন ওয়াহেদুল ইসলাম, আমজাদ হোসেন, নির্বাহী সদস্য পদে ৬ জন মুস্তাকিম সরকার, ওসমান আলী, একরামুল হক বেলাল, মহসিন আলী, নুর আলম সিদ্দিক, সাজেদুর রহমান নওশাদ ।তফসিল ও নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন জৈষ্ঠ্য সাংবাদিক মোঃ আতাউর রহমান আহ্বায়ক, আহ্বায়ক কমিটি।