১০ অগ্রহায়ণ, ১৪৩২ - ২৫ নভেম্বর, ২০২৫ - 25 November, 2025

রংপুরে শিশুকে ধর্ষণের অভিযোগঃ র‌্যাব-১৩’র অভিযানে প্রধান আসামি গ্রেফতার

7 hours ago
11


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাব-১৩’র অভিযানে প্রধান আসামি গ্রেফতার হয়েছে।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি এবং ভিকটিমের বাসা পাশাপাশি। ভিকটিম ১৯ মাসের কন্যা শিশু। গত ৩১ জুলাই/২০২৫ বিকালে ভিকটিম তার বাড়ির বাইরে খেলাধূলা করছিলো। তখন আসামি ভিকটিমকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে আসামির বাসার নিজ শয়ন কক্ষের মধ্যে নিয়ে  জোরপূর্বক ধর্ষণ করে। যার ফলে ভিকটিমের যৌনাঙ্গ রক্তাক্ত জখম হয় এবং ভিকটিমের কান্নাকাটির শব্দ শুনে ঘটনাস্থলে আশপাশের লোকজন উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে রংপুর জেলার তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত  শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর আভিযানিক দল সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ৪ নং বাহাগিলি ইউনিয়নের অন্তর্গত বসনিয়া পাড়া গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল মালেক, পিতা মৃত আবেদ হাজী এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আসামি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার পঞ্চায়েত পাড়ার জিয়াউর রহমানের ছেলে মোঃ রাব্বি রহমান ওরফে রিজু (২০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth