পলাশবাড়ীতে শ্রমিক ইউনিয়নের অবৈধভাবে তলবী সভা আহবানকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দিলো শ্রম দপ্তর
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):
গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন" রেজি: নং- রাজ- ৪৯৪ পলাশবাড়ী এর অবৈধ ভাবে তলবী সভা আহবান করে শ্রম দপ্তরের প্রতিনিধি প্রেরণের আবু তাহের ড্রাইভারের আবেদনটি বাতিল করেছে শ্রম দপ্তর রাজশাহী। একই সঙ্গে গঠনতন্ত্রের ২০ (ঘ) অনুচ্ছেদ লংঘন করার এবং অসৎ শ্রম আচরণ সংঘঠিত করেছেন মর্মে অভিযুক্ত হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি আবু তাহের ড্রাইভার।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য অত্র দপ্তরকে অনুরোধ জনানো হয়েছে বলে নিশ্চিত করেন শ্রম দপ্তর রাজশাহী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর বিভাগীয় শ্রম দপ্তর, গ্রেটার রোড, রাজশাহী এর স্মারক নং- ৪০.০২.০০০০. ১০৪.৩৪.৪৪৫,৮৫. তারিখ: ২৪ /১১/২০২৫ ইং তারিখের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন স্বাক্ষরিত পত্র সূত্রে জানা যায়, "গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন" রেজি: নং- রাজ- ৪৯৪, পলাশবাড়ী, গাইবান্ধা কর্তৃক ইউনিয়নের অনুমোদিত গঠনতন্ত্রের ২০ এর (ঘ) অনুচ্ছেদ মোতাবেক ৬৬% এর অধিক সদস্যদের স্বাক্ষরে বর্ণিত সমস্যা সমাধানের লক্ষ্যে সভা আহবানের জন্য সভাপতি/সাধারন সম্পাদক বরাবর পত্র প্রেরণ করার নির্দেশনা রয়েছে।
এ নির্দেশনায় সংগঠনের সাবেক সভাপতি আবু তাহের ড্রাইভার ১৬/১১/২০২৫ তারিখের পত্রে তলবী সভায় প্রতিনিধি চেয়ে আবেদন করেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরে। শ্রম দপ্তরের উদ্যোগে এ পত্রের যাচাই বাছাই করে দেখা যায়, বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর তলবী সভা আহবান করার জন্য কোন পত্র প্রেরন করা হয় নাই। অত্র দপ্তরের ১৭/১১/২০২৫খ্রি: তারিখের ৮৪৭/২ (৯) নম্বর পত্রের সভা আহবান করার বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় পোষ্ট অফিসে যোগাযোগ করা হলে (পোষ্ট অফিসের রেকর্ড সংযুক্ত) দেখা যায় সাবেক সভাপতি জনাব মোঃ আব্দুস সোবহান, মোবাইল নম্বর ০১৭৩৭-৫৯৭৩৮৪ এবং সাবেক সাধারন সম্পাদক জনাব মোঃ গোলাম সারোয়ার বিপ্লব মোবাইল নম্বর ০১৭১৬-১৯৬৬৬৭ এর বরাবর পত্র প্রেরন করা হয়েছে। যেহেতু পত্রটি সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক বরাবর প্রেরন করা হয়েছিল সে কারনে তারা পত্রটি গ্রহন করেন নাই। ফলে পোষ্ট অফিস কর্তৃক পত্রটি প্রাপক বাসায় না থাকায় বিলি করা হয়নি মর্মে ফেরত প্রদান করা হয়েছে।
সংগঠনের এ তলবী সভা আহবানকারী মিথ্যার আশ্রয় গ্রহন করিয়া সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক বরাবর তাদের মোবাইল নম্বর দিয়ে পত্র প্রেরণ করে ইউনিয়নের অনুমোদিত গঠনতন্ত্রের ২০ (ঘ) অনুচ্ছেদ লংঘন করিয়াছেন এবং অসৎ শ্রম আচরণ সংঘঠিত করেছেন। ফলে তলবী সভা আহবানকারী কর্তৃক মিথ্যার আশ্রয় গ্রহণ করিয়া এবং সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক বরাবর সভা আহবান করায় ২৬/১১/২০২৫খ্রি: তারিখের তলবী সভাটি বাতিল করিয়া একই সাথে তলবী সভা আহবানকারী কর্তৃক অসৎ শ্রম সংঘঠিত করার কারনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য অত্র দপ্তরকে অনুরোধ জনানো হয়েছে।
এ পত্রে আরো জানা যায়, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি মুশফিকুর রহমান রিপন মোবাইল নং- ০১৭১২৯৩৩৬৪২ এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল মোবাইল নং-০১৭১৭২৬৭৫৫৬। সাবেক সভাপতি মোঃ আবু তাহের ড্রাইভার সংগঠনের অনুমোদিত গঠনতন্ত্রের ২০ (ঘ) অনুচ্ছেদ পরিপন্থিভাবে বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর সভা আহবান করার জন্য পত্র প্রেরন না করে সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক বরাবর পত্র প্রেরন করেছেন যা সংগঠনের অনুমোদিত গঠনতন্ত্রের ২০ (ঘ) অনুচ্ছেদের সুস্পষ্ট লংঘন। এমতাবস্থায়, সংগঠনের অনুমোদিত গঠনতন্ত্রের ২০ (ঘ) অনুচ্ছেদ লংঘন করে আগামী ২৬/১১/২০২৫খ্রিঃ তারিখে তলবী সভা আহবান করায় উক্ত তলবী সভায় অত্র দপ্তরের প্রতিনিধি প্রেরন করা সম্ভব হলো না। একই সাথে অত্র দপ্তরের আবু তাহের ড্রাইভারের স্বাক্ষরিত ১৬/১১/২০২৫খ্রিঃ তারিখের ৪০.০২.০০০০.১০৪.৩৪.৪৪৫. ৮৫.৮৪৭/২ (৯) নম্বর স্মারকের মাধ্যমে প্রেরীত পত্রটি এতদ্বারা বাতিল করা হয়।