২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

পীরগঞ্জে তারেক জিয়ার জম্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

1 week ago
113


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া’র ৬১তম জন্মদিন উপলক্ষে রংপুরের পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার উপজেলার মাদারগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলামের সার্বিক তত্বাবধানে বিশেষজ্ঞ ডাক্তার গণের মাধ্যমে মেডিসিন, সার্জারি, দন্ত, ইউরোলজি, হার্ট, স্ত্রী রোগ সহ বিভিন্ন রোগের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পটি পরচিালনা করেন ডা. সিরাজুল ইসলাম মন্ডল লাবু। এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ ক্যাম্প সম্পর্কে সাইফুল ইসলাম বলেন, বিএনপি সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে । তাই এ ধরনের চিকিৎসা ক্যাম্প করা হয়েছে । যাতে সাধারন মানুষ সহজেই চিকিৎসা সেবা পান । বিএনপি’র এ ধরনের ক্যাম্প অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth