২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

রংপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

1 week ago
83


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ও মহানগর ইউনিট কমান্ডের আয়োজেন রংপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে অনুষ্ঠিত হয়।

২৯ নভেম্বও সকাল ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ সাদেক আহমেদ খান ।

বংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা  আনছার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা  আলহাজ মনসুর আলী সরকার, সদস্য  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম , সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হিল সাফি, মানিকগঞ্জ ইউনিক কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বগুড়া জেলা ইউনিট কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ।

সমাবেশে রংপুর বিভাগের সকবল জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা শাখার আহবায়ক  আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব সৌরভ, মহানগর শাখার আহবায়ক শরিফ লাভলু লেবু, সদস্য সচিব বিপ্লব।  সমাবেশে বক্তারা বলেছেন আবারো একাত্তুরের পরাজিত শক্তিরা মাথা চারা দিয়ে উঠছে। দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা যতদিন বেচে থাকবেন ততদিন তাদের মাথা চারা দিয়ে উঠতে দেয়া হবেনা। বক্তারা বলেন  কোন কোন মহল একাত্তুরকে বাদ দিয়ে শুধু চব্বিশের চেতনা ধারন করতে চায় । বক্তারা বলেন একাত্তুরের মহান মুক্তিযুদ্ধে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি  আর চব্বিশের আন্দোলনে স্বৈারাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth