২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্হতা কামনায় প্রেসক্লাব পাটগ্রামের দোয়া মাহফিল

1 week ago
25


পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায়

দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ৩০ নভেম্বর) বাদ আছর প্রেস ক্লাব পাটগ্রাম এর আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের এর সভাপতি ইফতেখার আহমেদ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল,

প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের একজন প্রবীণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর সুস্থতা শুধু রাজনৈতিক কারণেই নয়, মানবিক বিবেচনায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, জাতির যেকোনো সংকটে বেগম জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই দেশের মানুষের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাঁর চিকিৎসার সার্বিক সুযোগ নিশ্চিত করা উচিত।

দোয়া মাহফিলে এসময় প্রেসক্লাব পাটগ্রাম,পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটি ও প্রেস ফাইভ এর সদস্যরা উপস্হিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট মিডিয়া ও স্থানীয় সংবাদকর্মীরা। সবাই মিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও জাতির সার্বিক মঙ্গল কামনা করেন।

মাহফিল শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে, সাংবাদিক সমাজের ঐক্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth