২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

1 week ago
229


নিজস্ব প্রতিবেদক:

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে রংপুরের গঙ্গাচড়ায় কর্মবিরতি পালন করেছে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত  মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রবিবার  (৩০ নভেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১১ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করেন তারা।

কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন এমটি ডেন্টাল মাহবুবুর রহমান সোহেল, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মনিরুজ্জামান আরিফ, ফার্মাসিস্ট আবু সাঈদ, এমটি (রেডিওলোজী) মেহেরুন নেছা রুমা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা। তারা জানান, দাবি না মানা হলে ৩ নভেম্বর অর্ধ-দিবস কর্মবিরতি ও ৪ নভেম্বর পূর্ণ-কর্মদিবস কর্মসূচি পালন করা হবে।

এ সময় বিভিন্ন বিভাগের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth