২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

স্বাস্থ্য ও ঐক্যের বার্তা নিয়ে বেরোবি শিক্ষার্থীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত

1 week ago
68


বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী পরিষদের উদ্যোগে প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘রান উইথ বেরোবি শিক্ষার্থী পরিষদ’ শীর্ষক মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আনুষ্ঠানিকভাবে ম্যারাথন শুরু হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৮০ জনকে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য তৈরি এবং ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা বলেন, “সমন্বিতভাবে এগিয়ে গেলে ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের উন্নয়ন আরও স্থায়ী হয়। ‘একসাথে হাঁটি, একসাথে গড়ি’ স্লোগানকে সামনে রেখেই আমাদের এই আয়োজন।”

মিনি ম্যারাথনে নারী ও পুরুষ উভয় শিক্ষার্থীই অংশ নেন। অংশগ্রহণকারী শিক্ষার্থী তাহসিনা রহমান জানান, “মেয়েদের এমন ব্যাপক অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক। এতজন মেয়ে অংশ নেবে ভাবিনি। সকালে উঠে এমন এক অভিজ্ঞতা হল যা সত্যিই ভালো লেগেছে। বেরোবি শিক্ষার্থী পরিষদকে ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন পাব।”

অন্য অংশগ্রহণকারী শিক্ষার্থী জাকের হোসেন পাশা বলেন, “এটি সত্যিই একটি অসাধারণ উদ্যোগ। তারুণ্যের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সুস্থ দেহ ও মনের গুরুত্ব তারা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।”

বেরোবি শিক্ষার্থী পরিষদের সভাপতি আহামুদুল হক আলবীর বলেন, “আমরা বিশ্বাস করি—‘চলুন একসাথে হাঁটি, চলুন একসাথে দেশ গড়ি।’ এই আয়োজন শুধু দৌড় প্রতিযোগিতা নয়; এটি আমাদের ঐক্য, সংহতি ও সহযোগিতার প্রতীক। আমরা চাই শিক্ষার্থীরা ইতিবাচক মানসিকতা নিয়ে সুস্থতা ও দায়িত্ববোধের পথে এগিয়ে যাক।”

তিনি আরও বলেন, “নিজেকে সুস্থ ও প্রস্তুত রাখা থেকেই সমাজ ও দেশের উন্নয়নের শুরু। তাই আমরা এই ইভেন্টকে শুধু শারীরিক সুস্থতার নয়—নিজেদের উন্নয়ন ও দেশের উন্নয়নের একটি নতুন অঙ্গীকার হিসেবে দেখি।”

বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা এবং সাবেক বেরোবি শিবির সভাপতি সোহেল রানা বলেন, “আমরা চেষ্টা করেছি যাতে সবাই অংশ নিতে পারে এবং নতুন দিনের সুন্দর সূচনা করতে পারে। সুস্থ দেহে সুস্থ মন—আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি, মানসিকভাবেও সুস্থ থাকতে পারব। উত্তরবঙ্গের ঐক্য ও ভ্রাতৃত্বের বাতিঘর হিসেবে বেরোবির অবস্থান আরও দৃঢ় করতেই আমাদের এই আয়োজন।”

উল্লেখ্য, পুরুষ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শাপলা চত্বর প্রদক্ষিণ করে ফটকে ফিরে আসেন। অন্যদিকে নারী শিক্ষার্থীরা আবু সাঈদ গেট থেকে শুরু করে মডার্ন মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এসে দৌড় শেষ করেন। প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth