তারাগঞ্জে দৈনিক আমাদের প্রতিদিন অগ্রযাত্রার ১০ম বর্ষে পদার্পণ ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
সত্যের সন্ধানে অবিরাম শ্লোগানকে ধারন করে তারাগঞ্জ উপজেলায় “দৈনিক আমাদের প্রতিদিন” পত্রিকার অগ্রযাত্রার ১০ম বর্ষে পদার্পণ ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। বৃহস্পতিবার ১২টার দিকে তারাগঞ্জ উপজেলার উপজেলা চত্বরের ব্র্যাক মোড় বাজার এলাকায় আমাদের প্রতিদিন কার্যালয়ে যুগান্তর ও করতোয়া এবং দৈনিক আমাদের প্রতিদিনের তারাগঞ্জ প্রতিনিধি প্রবীর কুমার কাঞ্চনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক তারার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক খবির উদ্দিন প্রামানিক। প্রেসক্লাবের সহ সভাপতি আলমগীর হোসেন লেবু, মানবজমিন তারাগঞ্জ প্রতিনিধি খায়রুল আলম বিপ্লব, তারার আলোর বার্তা সম্পাদক ও দাবানলের প্রতিনিধি আব্দুর রাজ্জাক,বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাবের তারাগঞ্জ উপজেলার সভাপতি ও আনন্দ টিভির প্রতিনিধি আরিফ শেখ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের তারাগঞ্জ শাখার সভাপতি নাজিম ইসলাম, কালবেলা তারাগঞ্জ প্রতিনিধি ডায়মন্ড, আমার দেশ তারাগঞ্জ প্রতিনিধি এম এ শাহিন, দৈনিক পরিবেশের তারাগঞ্জ প্রতিনিধি সুমন ইসলাম, সাংবাদিক খলিল আহাম্মেদ, দৈনিক সংগ্রামের তারাগঞ্জ প্রতিনিধি বুলবুল ইসলাম প্রমুখ।