২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৭ ডিসেম্বর, ২০২৫ - 07 December, 2025

১০ম গ্রেডের দাবিতে গঙ্গাচড়া স্বাস্থ্য  কমপ্লেক্সে তৃতীয় দিনের কর্মবিরতি

2 days ago
188


নিজস্ব প্রতিবেদক:

১০ম গ্রেডের দাবিতে টানা তৃতীয় দিনে অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বিভাগের স্টাফ ও ফার্মাসিস্টরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মসূচিত পালন করেন তারা।

কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, এমটি ডেন্টাল মাহবুবুর রহমান সোহেল, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মনিরুজ্জামান আরিফ, ফার্মাসিস্ট আবু সাঈদ, এমটি (রেডিওলোজী) মেহেরুন নেছা রুমা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১০ম গ্রেড দাবি বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা দেশের ন্যায় কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। সরকার যদি আমাদের এই মৌলিক দাবি পূরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আগামীতে কেন্দ্রের

নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করা হবে।

কর্মবিরতি চলাকালীন সময়ে হাসপাতালের ফার্মেসি ও টেকনোলজিস্ট বিভাগ বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth