১ পৌষ, ১৪৩২ - ১৫ ডিসেম্বর, ২০২৫ - 15 December, 2025

সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে - বিএফইউজে সভাপতি

23 hours ago
19


রুকুনুজ্জামান পাবর্তীপুর, প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বতীপুর প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকতায় পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে এবং দেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকতার পেশাকে সম্মানজনক স্থানে উন্নীত করতে হবে। ১৪ ডিসেম্বর রবিবার দুপুরে পার্বতীপুর প্রেসকাবে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য এ সব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সম্প্রতি উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সফরকালে পার্বতীপুর প্রেসকাবের সমাবেশে যোগদেন। এতে সভাপতিত্ব করেন- পার্বতীপুর প্রেস কাবের আহবায়ক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান। শহীদ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের দেশ প্রতিনিধি মোঃ মাহফিজুল ইসলাম রিপন ও সাংবাদিক অহিদুল ইসলাম, এম এ জলিল সরকার, মিলন পারভেজ, মোস্তাফিজুর রহমান বকুল, মোহাম্মদ তাজকীর হোসাইন, মামুনুর রশিদ মামুন, সাজ্জাদ হোসেন, রুকুনুজ্জামান প্রমুখ।

আলোচনা সভায় ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা ও চিরিরবন্দর উপজেলার সাংবাদিক নেতৃবৃন্ধসহ পার্বতীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth