পীরগঞ্জে নিরাপদ সবজি উৎপাদনে মাঠ দিবস
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী, নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পীরগঞ্জ ইউনিয়নের বেগুনগাঁও ব্লকে স্কোয়াশ ফসলে মাঠ দিবস হয়।
পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আলমগীর কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিহারঞ্জন রায়, বেগুনগাঁও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন, অত্র ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোফাজুল হক, কৃষক তাইবুর রহমান প্রমুখ। এমাঠ দিবসে কৃষক, কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষিবিদরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জনপ্রতিনিধি ও কৃষিবিদরা স্কোয়াশ ফসলে মাঠ পরিদর্শন করেন।