ভূরুঙ্গামারীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাটগিরি পূর্বপাড়া নাসির মোড় এলাকায় লুৎফর রহমান ও জাহাঙ্গীর আলম জাকিরের মালিকানাধীন আল্লাহর দান মৎস্য খামারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাহাঙ্গীর ও জাকির জানান, বুধবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখেন সব মাছ মরে ভেসে উঠছে। আসন্ন রমজান মাসে বিক্রির জন্য মাছগুলো প্রস্তুত ছিল। হঠাৎ এমন ঘটনায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তার ছোট ভাই লুৎফর রহমান বলেন, পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য কুরবান আলী বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, মাছ চাষই দুই ভাইয়ের পরিবারের প্রধান জীবিকার উৎস। এভাবে মাছ নিধন অমানবিক উল্লেখ করে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, মৎস্য দপ্তর বিষ পরীক্ষা করে না। তবে ক্ষতিগ্রস্তদের নতুন করে মাছ চাষে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।