২৭ পৌষ, ১৪৩২ - ১০ জানুয়ারি, ২০২৬ - 10 January, 2026

ঘোড়াঘাটে রোদে স্বস্তি ফিরেছে কর্মচাঞ্চল্য

18 hours ago
39


ঘোড়াঘাট প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোগাঘাটে ঘন কুয়াশার চাদর ভেদ করে অবশেষে গত মঙ্গলবার থেকে দেখা মিলেছে কাঙ্ক্ষিত সূর্যের মুখ। গত কয়েক দিনের তুলনায় কুয়াশার দাপট কমে এসেছে। ফলে শীতের তীব্রতা কিছুটা কমেছে। এতে উপজেলার জনজীবনে ফিরেছে স্বস্তি ও কর্মচাঞ্চল্য। কয়েক দিনের স্থবিরতা কাটিয়ে সকাল থেকেই উপজেলাই বিভিন্ন হাট বাজারে এলাকায় মানুষের উপস্থিতি ছিল চোখে পরাা মতো। রাস্তায় ও ব্যাটারিচালিত রিকশা, সিএনজি অটোরিকশা ও বাসে যাত্রীর সংখ্যাও বেড়েছে। রাস্তাঘাটে যানবাহনের চলাচল ছিল স্বাভাবিকের কাছাকাছি। এলাকার বিভিন্ন সড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গত কয়েক দিন ঘন কুয়াশায় ঢাকা থাকায় জনজীবন অনেকটাই বিপর্যন্ত হয়ে পড়েছিল। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীরা কাজকর্মে বড় ধরনের বাধার মুখে পড়েন। তবে আজ সকাল গড়িয়ে রোদের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মোড়ে মোড়ে মানুষের কর্মতৎপরতা বাড়তে দেখা গেছে। ফুটপাতের দোকান থেকে শুরু করে বড় বড় দোকান গুলোতেও ছিল অন্যান্য দিনের তুলনায় ক্রেতা-বিক্রেতার ভিড়। তবে সূর্যের দেখা মিললেও কনকনে হিমেল হাওয়া পুরোপুরি বিদায় নেয়নি। রোদ ও হিমেল হাওয়ার এই লড়াইয়ে শীতের আমেজ এখনো বেশ প্রবল।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth