৭ মাঘ, ১৪৩২ - ২১ জানুয়ারি, ২০২৬ - 21 January, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুর-৪ আসনে লড়ছেন সাতজন

6 hours ago
27


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এই আসনে বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে রংপুর-৪ আসনে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানিয়েছেন রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে  প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলির প্রাথী আখতার হোসেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রাথী আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রাথী মোঃ জাহিদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথী আবু সাহমা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মনোনীত প্রাথী প্রগতি বর্মণ তমা ও বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রাথী উজ্জল চন্দ্র রায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth