১৪ বৈশাখ, ১৪৩১ - ২৭ এপ্রিল, ২০২৪ - 27 April, 2024
amader protidin

রংপুরে শ্রমিক মজুরি বেড়েছে ঢাকার চেয়ে দ্বিগুণ

আমাদের প্রতিদিন
1 year ago
344


বিবিএসের অবাক করা তথ্য

ঢাকা অফিস:

সরকারি হিসাবে বিদায়ী বছরের ডিসেম্বরে দেশের বিভিন্ন খাতের দিনমজুর ও শ্রমিকদের সার্বিক মজুরি বেড়েছে ৮ দশমিক ৯১ শতাংশ। এর অর্থ হলো ২০২১ সালের ডিসেম্বরে শ্রমিক ও দিনমজুররা গড়ে ১০০ টাকা মজুরি পেলে ২০২২ সালের ডিসেম্বরে পেয়েছেন ১০৮ টাকা ৯১ পয়সা। এর মধ্যে এই মাসে একসময়ের মঙ্গাকবলিত উত্তরাঞ্চলের রংপুর বিভাগের শ্রমিক-দিনমজুরদের মজুরি সবচেয়ে বেশি বেড়েছে ১১ দশমিক ৩৫ শতাংশ। আর সবচেয়ে কম বেড়েছে রাজধানী ঢাকায় ৫ দশমিক ৫৭ শতাংশ।

অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরে রংপুর বিভাগের শ্রমিক ও দিনমজুররা গড়ে ১০০ টাকা মজুরি পেলে ২০২২ সালের ডিসেম্বরে পেয়েছেন ১১১ টাকা ৩৫ পয়সা। আর ঢাকার শ্রমিক ও দিনমজুররা ২০২১ সালের ডিসেম্বরে ১০০ টাকা মজুরি পেলে ২০২২ সালের ডিসেম্বরে পেয়েছেন ১০৫ টাকা ৫৭ পয়সা।

রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যে হিসাব দিচ্ছে, তাতে দেখা যায়, কয়েক মাস ধরেই রংপুর অঞ্চলের শ্রমিক ও দিনমজুররা অন্য বিভাগের শ্রমিক ও দিনমজুরদের চেয়ে বেশি মজুরি পাচ্ছেন।

অর্থনীতির গবেষক সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান পরিসংখ্যান ব্যুরোর এই তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘এ তথ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কেউ বিশ্বাস করবে না। এটা অবিশ্বাস্য তথ্য।’

সংবাদমাধ্যমকে সেলিম রায়হান বলেন, ‘ঢাকার চেয়ে রংপুরের শ্রমিক-দিনমজুররা বেশি মজুরি পান, এটা কীভাবে সম্ভব? বিবিএসের গবেষণা পদ্ধতিতেই গোলমাল আছে। প্রথম কথা হচ্ছে, এই দুই-আড়াই বছরের করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় ওলটপালট হয়ে যাওয়া অর্থনীতিতে কোনো শ্রমিক-দিনমজুরেরই মজুরি বাড়েনি; তারপর আবার রংপুর বিভাগের দিনমজুর-শ্রমিকদের মজুরি রাজধানীর ঢাকার চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে? এটা কোনোভাবেই সম্ভব নয়। কীসের ভিত্তিতে পরিসংখ্যান ব্যুরো এই তথ্য পেয়েছে, আমার কাছে বোধগম্য নয়।’ এ বিষয়ে বিবিএসের মহাপরিচালক মতিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা মাঠ পর্যায় থেকে যে তথ্য পাই, সেটাই প্রকাশ করি।’

২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও তছনছ হয়ে যায়; পাল্টে যায় সব হিশাব-নিকাশ, যার প্রভাব পড়ে মজুরি সূচকে। এরপর ২০২২ সালের ২৪ ফেব্রæয়ারি ইউক্রেনে রুশ হামলার পর পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে থাকে। মূল্যস্ফীতি বাড়তে বাড়তে আগস্টে ৯ দশমিক ৫২ শতাংশে উঠে যায়। সেপ্টেম্বরে কিছুটা কমে ৯ দশমিক ১০ শতাংশে নেমে আসে। সর্বশেষ ডিসেম্বর মাসে তা আরও খানিকটা কমে ৮ দশমিক ৭১ শতাংশে নামে।

এই কঠিন সময়েও মজুরি সূচক বেড়েই চলেছে। পরিসংখ্যান ব্যুরোর মজুরি সূচকের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, গত বছরের সেপ্টেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৯১ শতাংশ। অক্টোবরে ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। নভেম্বরে বাড়ে ৮ দশমিক ৫৫ শতাংশ। সর্বশেষ ডিসেম্বরে মজুরি বৃদ্ধির সূচক ছিল ৮ দশমিক ৯১ শতাংশ।

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস আগস্ট ও জুলাইয়ে এই হার ছিল যথাক্রমে ৫ দশমিক ৮০ ও ৫ দশমিক ৭২ শতাংশ। গত ২০২১-২২ অর্থবছরের শেষ দুই মাস মে ও জুন মাসে এই হার ছিল যথাক্রমে ৫ দশমিক ৯৭ শতাংশ এবং ৫ দশমিক ৮৯ শতাংশ।

বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে গড় মজুরি সূচক ছিল ৬ দশমিক ৪০ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে তা খানিকটা কমে ৬ দশমিক ৩৫ শতাংশে নেমে আসে। ২০২০-২১ অর্থবছরে তা আরও কমে ৬ দশমিক ১২ শতাংশে নামে।

অর্থনীতির পরিভাষায় মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার বেশি হলে কারও কাছে হাত পাততে হয় না। নিজেদের ক্রয়ক্ষমতা দিয়েই বাজার থেকে বেশি দামে পণ্য কেনা যায়। আয় বাড়লেও তাতে কোনো লাভ হয়নি। কেননা এখনও মজুরি সূচকের চেয়ে মূল্যস্ফীতির হার বেশ বেশি, তবে পরিসংখ্যান ব্যুরোর তথ্য সঠিক হলে রংপুর বিভাগের দিনমজুর ও শ্রমিকরা যে আয় করছেন বা মজুরি পাচ্ছেন, তা দিয়ে চলে যাচ্ছে। কেননা ওই এলাকায় মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার বেশি।

আর দেশের অন্যান্য এলাকার দিনমজুর-শ্রমিকসহ বেসরকারি পেশাজীবীরা যে বাড়তি আয় করছেন, তা দিয়ে সামাল দেয়া যাচ্ছে না মূল্যস্ফীতির চাপ। উল্টো আরও বেশি খরচের বোঝা চাপছে তাদের মাথায়। সব মিলিয়ে মানুষের সঞ্চয় বা জীবনযাত্রার বাড়তি চাহিদা মেটানো দুঃসাধ্য হয়ে উঠেছে। উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত ছাড়া সবাই কষ্টে আছেন।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরের শেষ মাস জুনেও মূল্যস্ফীতির হার জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হারের চেয়ে বেশি ছিল। আগের চার মাসেও একই চিত্র ছিল দেশে। সাধারণ সময়ে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির কিছুটা বেশি থাকে, তবে অর্থনীতির এই পরিচিত প্রবণতায় ছেদ ঘটে ফেব্রæয়ারি থেকে।

পরিসংখ্যান ব্যুরোর ২০১৬-১৭ সালের শ্রমশক্তি জরিপের প্রতিবেদন অনুযায়ী, দেশের কর্মসংস্থানের বড় অংশই হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে। মোট শ্রমশক্তির ৮৫ দশমিক ১ শতাংশই এ খাতে নিয়োজিত। আর ১৪ দশমিক ৯ শতাংশ প্রাতিষ্ঠানিক খাতে কাজ করে।

অন্যদিকে কৃষি ক্ষেত্রে নিয়োজিত শ্রমশক্তির ৯৫ দশমিক ৪ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। শিল্প খাতের ৮৯ দশমিক ৯ শতাংশ, সেবা খাতের ৭১ দশমিক ৮ শতাংশ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত।

কোন বিভাগে মজুরি কত বাড়ল

বিবিএসের তথ্যে দেখা যায়, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বরে ঢাকা বিভাগে মজুরি বেড়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। অক্টোবর ও নভেম্বরে এ হার ছিল যথাক্রমে ৫ দশমিক ৫০ ও ৫ দশমিক ৩১ শতাংশ।

ডিসেম্বরে চট্টগ্রামে মজুরি বাড়ার হার দাঁড়িয়েছে ৭ দশমিক ১৬ শতাংশ। অক্টোবর ও নভেম্বরে এ হার ছিল যথাক্রমে ৭ দশমিক শূন্য সাত ও ৭ দশমিক শূন্য ছয় শতাংশ। রাজশাহীতে ডিসেম্বরে মজুরি বাড়ার হার ছিল ৬ দশমিক ৫৯ শতাংশ। অক্টোবর ও নভেম্বরে এই হার ছিল যথাক্রমে ৬ দশমিক ৫৯ ও ৫ দশমিক ৫৭ শতাংশ।

রংপুরে ডিসেম্বরে মজুরি বৃদ্ধির হার দীর্ঘদিন পর দুই অঙ্কের ঘরে (ডাবল ডিজিটি) পৌঁছে ১১ দশমিক ৩৫ শতাংশে দাঁড়ায়। অক্টোবর ও নভেম্বরে এ হার ছিল যথাক্রমে ১০ দশমিক ৭৭ ও ১১ দশমিক শূন্য ছয় শতাংশ।

বরিশাল বিভাগে ডিসেম্বরে মজুরি সূচকের বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১২ শতাংশ। খুলনায় ছিল ৬ দশমিক ৫৬ শতাংশ। আর সিলেট বিভাগে ডিসেম্বর মাসে মজুরি সূচকের হার ছিল ৬ দশমিক ৩৬ শতাংশ।

 

 

সর্বশেষ

জনপ্রিয়