এমভি আবদুল্লাহ উদ্ধারে অভিযানের প্রস্তুতি, মালিক বিপক্ষে
আমাদের ডেস্ক:
সোমালিয়ার উপকূলে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধার করতে দেশটির পুলিশ ও বিভিন্ন দেশের নৌবাহিনীর সদস্যরা অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলের পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। তবে জাহাজটির মালিকপক্ষ সামরিক কোন অভিযান চায় না। নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।
গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি এখন সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করা আছে। জাহাজটি সোমালিয়া উপকূলে নেয়া পর্যন্ত সেটির কাছাকাছি এলাকায় অবস্থান নিয়ে অনুসরণ করেছিল ভারতীয় যুদ্ধজাহাজ। এরমধ্যে শনিবার ভারতীয় নৌবাহিনীর সদস্যরা সোমালি জলদস্যুদের কবল থেকে মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি রুয়েন উদ্ধার করে।
এর দুই দিনের মাথায় সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশ জানায়, এমভি আবদুল্লাহকে দখল করে রাখা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছে তারা। এক বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন দেশের নৌবাহিনী যৌথভাবে অভিযানের পরিকল্পনা করছে।
তবে জাহাজটির মালিক প্রতিষ্ঠান কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য। এ ধরনের সামরিক অভিযান চান না জানিয়ে মালিকপক্ষ বলছে, সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক বিভিন্ন নৌবাহিনীর কাছে এ বিষয়ে বার্তা দেয়া রয়েছে।
এর আগে ১৪ মার্চ ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তাব দিয়েছিল। তবে নাবিকদের জীবনের নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশ সরকার তাতে সম্মতি দেয়নি।