২৩ আশ্বিন, ১৪৩১ - ০৮ অক্টোবর, ২০২৪ - 08 October, 2024

নিক্সনের প্রার্থিতা বাতিলের আবেদন

আমাদের প্রতিদিন
9 months ago
278


ঢাকা অফিস:

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমাস চৌধুরীর (নিক্সন চৌধুরী) প্রার্থিতা বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে আবেদন করেছেন একই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফর উল্যাহ।

সোমবার (১ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে কাজী জাফর উল্যাহর পক্ষে তার ভাংগা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ সাইফুর রহমান আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী জনাব মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) গত ২৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ভাংগা থানার উত্তর পাশে কে.এম কলেজ সন্নিকটে ব্রিজ সংলগ্ন অটো স্ট্যান্ডে একটি নির্বাচনী সভায় প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন। তিনি প্রকাশ্যে অর্থ বণ্টনের মাধ্যমে ভোটারদের প্ররোচিত করে নির্বাচনী আচরণ বিধি ৩ (১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। সংগত কারণেই অভিযোগটি যথাযথ তদন্ত পূর্বক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাহার প্রার্থিতা বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছি।

আবেদনের সংযুক্তি হিসেবে নির্বাচনী সভায় প্রকাশ্যে টাকা বিতরণের ভিডিও ক্লিপস্ (পেনড্রাইভ), বিভিন্ন পত্রিকার প্রতিবেদন প্রিন্ট ৩ কপি, প্রকাশ্যে টাকা বিতরণকালে থাকা ব্যক্তিদের ছবি এবং তাদের নাম পরিচয় জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth