৭৭ জাহাজ কয়লা আসার খবরটি ‘গুজব’
আমাদের ডেস্ক:
৭৭টি বিশাল জাহাজে করে দেশে কয়লা আসছে বলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট শেয়ার করা হয়েছে। এই তথ্য পুরোপুরি গুজব বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বুধবার (৭ জুন) মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। তা হলো- ‘বিদ্যুৎ সংকট মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে।’ এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। এটা শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর খবর।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছাবে বিদ্যুৎকেন্দ্রে। ফলে সবাইকে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।