৮ চৈত্র, ১৪২৯ - ২২ মার্চ, ২০২৩ - 22 March, 2023
amader protidin

টেস্টের বর্ষসেরা স্টোকস

আমাদের প্রতিদিন
1 month ago
100


ক্রীড়া ডেস্ক:

ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে ২০২২ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বেন স্টোকস। ৩৬.২৫ গড়ে ৮৭০ রান ও ২৬ উইকেট নিয়ে সাদা পোশাকে গত বছরের সেরা ক্রিকেটার হন এই ইংলিশ অলরাউন্ডার।

বৃহস্পতিবার দুপুরে আইসিসি এক প্রতিবেদনে স্টোকসকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করে।

২০২২ সালটা ব্যাট-বল হাতে দারুণ কেটেছে স্টোকসের। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে নতুন বার্তা দিয়েছিল। আগ্রাসী ক্রিকেট খেলে পেয়েছে একের পর এক জয়। স্টোকস সামনে থেকে পারফর্ম করে নেতৃত্ব দিয়েছেন।

তার নেতৃত্বে প্রায় শতভাগ সাফল্য পেয়েছে ইংল্যান্ড। ১০টির মধ্যে ৯টিতেই জয়। পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়েছে ৩-০ ব্যবধানে। হারিয়েছে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। পিছিয়ে থাকার পরও ভারতের বিপক্ষে তার নেতৃত্বে জিতে সিরিজে ড্র করেছে ইংল্যান্ড।

সেঞ্চুরি করেছেন দুটি আর হাফসেঞ্চুরি করেছেন ৪টি। ব্যাট হাতে ধারবাহিকভাবে রান করে দলের জয়ে রেখেছেন অবদান। একইভাবে বোলিংয়েও সফল স্টোকস। ৩১.১৯ গড়ে নিয়েছেন প্রতিটি উইকেট।

সর্বশেষ

জনপ্রিয়