২২ আশ্বিন, ১৪৩১ - ০৭ অক্টোবর, ২০২৪ - 07 October, 2024

এবার আইপিএলের উদ্বোধনীতে যারা মঞ্চ মাতাবেন

আমাদের প্রতিদিন
6 months ago
271


ক্রীড়া ডেস্ক:

বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের আর কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে।

সপ্তদশ আসরের উদ্বোধনী দিনেই শুক্রবার সন্ধ্যায় ধোনির চেন্নাই বনাম বিরাট কোহলির আরসিবির ব্লকবাস্টার ম্যাচ। তার আগে আয়োজন করা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের।

গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করেছিলেন ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিত সিং।

সেবার চেন্নাই বনাম গুজরাটের উদ্বোধনী ম্যাচে অরিজিতের সুরের জাদুর পাশাপাশি দেখা গিয়েছিল তামান্না ভাটিয়া এবং রাশমিকা মান্ধানার অসাধারণ পারফরম্যান্স।

এবার উদ্বোধনীতে মাতাবেন জনপ্রিয় ভারতীয় সংগীত পরিচালক, গায়ক ও সংগীত প্রযোজক এ আর রহমান। অবশ্য তিনি একা নন, জনপ্রিয় প্লেব্যাক কিংবদন্তি সোনু নিগমকেও সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করতে দেখা যাবে।

দুই তারকার গানের পাশাপাশি ড্যান্সফ্লোর মাতাতে দেখা যাবে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রুফকে। সর্বশেষ উইমেন্স প্রিমিয়ার লিগেও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখা গিয়েছিল। শাখরুখ খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকারা ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতিয়েছিলেন।

কখন শুরু হবে?

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর চেন্নাই বনাম বেঙ্গালুরুর ব্লকবাস্টার ম্যাচ মাঠে গড়াবে রাত ৮টায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth