কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
কুড়িগ্রাম অফিস:
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা ষ্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,পৌর মেয়র কাজিউল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু,প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।
জোলার ৯ উপজেলা থেকে আগত দুটি করে গ্রæপ এ গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নিয়ে মোট ১৮টি গ্রুপ এ খেলায় অংশ নিচ্ছে।