পীরগাছায় ধান ও চাল ক্রয়ের উদ্বোধন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় কৃষকদের নিকট থেকে আমন ধান ও মিলারদের নিকট থেকে চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন প্রধান অতিথি হিসেবে উপজেলা খাদ্য গুদাম চত্বরে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন।
এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা মোছাঃ সুফিয়া সুলতানা সরদার, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ সুলতানুল ইসলাম , পীরগাছা সদর ইউপির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোস্তাফিজার রহমান রেজা, ব্যবসায়ী নেতা আমজাদ হোসেন, মোররেকুল আলম মিঠু, মোকলেছুর রহমান জিন্নু ও চালকল মালিকরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে ১২১ জন মিলারের নিকট থেকে ৪২ টাকা দরে এক হাজার ১১০ মেট্রিক টন চাল এবং এক হাজার ৯৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।