ফুলবাড়ীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এউপলক্ষে সংগঠনটি কেক কাটা, আনন্দ র্যালী আলোচনা সভাসহ চিত্রাংকন কর্মসূচীর আয়োজন করে। পরে উপজেলার কাচারী মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাকিব রাতুলের সঞ্চলনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম দুলাল, সদর চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম মন্ডল বুলবুল, এমদাদতুল হক মিলন প্রমূখ। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এই পথচলায় ৭১এ সশস্ত্র মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে দেশ স্বাধীনের অনন্য ভূমিকা রেখেছিল।