চোরাচালান মামলায় চর রাজিবপুর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চর রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে পরিষদ চত্ত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান।
এ ব্যাপারে ওসি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১২ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আদালত কতৃর্ক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরে গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ রাজিবপুর বালিয়ামারি বর্ডারহাট এলাকায় পণ্য চোরাচালানের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল।’ এ মামলায় বিজ্ঞ আদালতে গরহাজির থাকার কারণে তাঁর বিরুদ্ধে বিজ্ঞ বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
মিরন মো. ইলিয়াস রাজিবপুর উপজেলার যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব। তিনি বর্তমান রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়াও রাজিবপুর বালিয়ামারী বর্ডার হাটের সদস্য।