আবু সাঈদের কবর জিয়ারত করলো ওলামা দলের নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রংপুর জেলা শাখার নেতাকর্মীরা। ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা মো. সেলিম রেজা ও সদস্য সচিব মাওলানা কাজী আবুল হোসেনের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের সমাধীস্থলে তারা এই কবর জিয়ারত ও দোয়া পরিচালনা করেন। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলার সভাপতি মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী, সহ—সভাপতি মাও: নওশাদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মমিন জেহাদি, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুরুল হক শাহ, রংপুর সদর ওলামা দল সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সহ—সভাপতি মাওলানা আবু তালেব, পীরগঞ্জ উপজেলার সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও: নুহু মিয়া, মিঠাপুকুর উপজেলার সদস্য সচিব মাও: লাল মিয়া, হারাগাছ পৌরসভার সভাপতি মাওলানা ইউনুস আলী সহ জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পীরগঞ্জ পৌরসভা বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, সদস্য সচিব এমএইচআর ইয়াতিমুল হাসান লিটন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়া উপস্থিতি ছিলেন। তারা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে দোয়া পরিচালনা করেন। এরপর তার পিতা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আর্থিক সহায়তা প্রদান করেন।