২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

ছাত্রদের আন্দোলন দেশে যে পরিবেশ দান করেছেন, এ পরিবেশকে নিয়ামত মনে করে আমাদের কাজ করতে হবে-অধ্যাপক নুরুল আমীন

আমাদের প্রতিদিন
1 week ago
72


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন ও ওলামা বিভাগের রংপুর জেলা সভাপতি অধ্যাপক নুরুল আমীন বলেন, গত ১৫ বছরে আমাদের উপর অনেক অত্যাচার জুলুম করেছে সৈরাচার হাসিনা সরকার। আমরা প্রতিশোধ নিতে পারতাম। কিন্তু জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না। আমাদের নেতা (জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান) মাফ করে দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। খাতা কলম হাতে নিয়ে বসা হবে, এমপি মন্ত্রীদের আগের কত সম্পদ ছিলো এখন কি আছে। তারা কত বিঘা জমির মালিক ছিলো, তাদের গাড়ী-বাড়ীর কি অবস্থা ছিলো, আর এখন কি আছে প্রত্যেক জালেম ও দূর্নীতিবাজদের বিচার এ বাংলার মাঠিতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা ওলামা বিভাগের আয়োজিত বিশাল ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ওলামাদের উদ্দেশ্য করে বলেন, আল্লাহতাআলা ঐ  ছাত্রদের আন্দোলনে এ দেশে যে পরিবেশ দান করেছেন, এ পরিবেশকে নিয়ামত মনে করে আমাদের কাজ করতে হবে।

গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওলামা সমাবেশে উপজেলা ওলামা বিভাগের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী, জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর নায়েবুজ্জামান। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ওলামা বিভাগের রংপুর জেলা সেক্রেটারি শফিকুল ইসলাম মিলন, জামায়াতে ইসলামীর সাবেক রংপুর জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল গনি, গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ ওলিউল্লাহ, গঙ্গাচড়া সাউদপাড়া ইসলামিয়া বহুমুখী আলিম মাদরাসার অধ্যক্ষ রোকনুজ্জামান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়