২ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৬ নভেম্বর, ২০২৫ - 16 November, 2025

চিলমারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল ও ইলিশ জব্দ

আমাদের প্রতিদিন
1 year ago
205


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপী  উপজেলার নয়ারহাট ইউনিয়নের ফেইচকাসহ বিভিন্ন এলাকায় ব্রহ্মপুত্র নদের  ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও ভারপ্রাপ্ত ) নঈম উদ্দিন।

ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাছ শিকারী জেলেরা পালিয়ে গেলেও মাছ ও জাল ফেলে যায়। অভিযান শেষে রাতে  চিলমারী নৌ বন্দর এলাকায় জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ গুলো এতিম খানায় বিতরণ করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান মিয়া, চিলমারী নৌ-বন্দর থানার এএসআই এরশাদুল হক প্রমূখ।

এ ব্যাপারে উপজেলা  মৎস কর্মকর্তা বদরুজ্জামান মিয়া বলেন, পুড়িয়ে ফেলা জালের আনুমানিক মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth