২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৯ ডিসেম্বর, ২০২৫ - 09 December, 2025

রৌমারীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করল এলাকাবাসী

আমাদের প্রতিদিন
1 year ago
197


রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী—হাজিরহাট সড়কে শালুর মোড় নামক স্থানে স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। শালুর মোড় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তায় বিভিন্ন জায়গায় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে নিজেরাই সংস্কারকাজ শুরু করেন।

সরেজমিনে দেখা যায়,  ইট—বালু এনে প্রায় ১ কিলোমিটার ভাঙা রাস্তা সংস্কার করছে তারা। মাওলানা শহিদুল ইসলাম ও দিলদার হোসেনের উদ্যোগে চাঁদা তুলে এ কাজ করা হয়।

স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কয়েক বছর আগে রাস্তাটি পাকা হয়েছিল। পরে রাস্তা সংস্কার আর হয়নি। এতে রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সমস্যা নিরসনের জন্য এলাকাবাসী এগিয়ে আসেন।

কাউনিয়ারচর গ্রামের মাওলানা শহিদুল ইসলাম জানান, শালুর মোড় থেকে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ যাওয়ার রাস্তা অনেক বছর ধরে সংস্কার না করায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যস্ততম সড়ক হওয়ায় এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই রাস্তায় গর্ত সৃষ্টির কারণে মাঝেমধ্যে ঘটে দুর্ঘটনা। এমতাবস্থায় চাঁদা উঠিয়ে রাস্তা সংস্কার করা হয়।

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রেজাউল করিম জানান, রাস্তাটি সংস্কার করার জন্য একাধিকবার এলজিইডির কাছে আবেদন নিবেদন করেও কাজে আসেনি। তাই এলাকাবাসীর উদ্যোগে ইট, বালু দিয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে।

রৌমারী উপজেলা প্রকৌশলী মো. মনছরুল হকের সাথে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth