২৯ কার্তিক, ১৪৩১ - ১৩ নভেম্বর, ২০২৪ - 13 November, 2024

রংপুরে আলোকচিত্রী যুবকের লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
2 weeks ago
89


নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরে গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নে বেসরকারি বিনোদন উদ্যান ভিন্নজগতের এক ফ্রিল্যান্সার আলোক চিত্রীর লাশ ধান ক্ষেতে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সিয়াম (২৩)। সোমবার সকাল ১১টায় লালপুকুর নয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।সে একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

রংপুরের গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী জানান, খবর পেয়ে ভিন্নজগতের পাশের একটি ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে।লাশের পরণে প্যান্ট ও শার্ট ছিল।

এর আগে, গতকাল রোববার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে সেখানে ফেলে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে  পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ।

রংপুর জেলা পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন জানান, বেসরকারি বিনোদন উদ্যান ভিন্নজগতে ফ্রিল্যান্সার আলোকচিত্রী হিসেবে পর্যটকদের ছবি তুলতেন। কেন এই হত্যাকান্ড তা জানতে তদন্ত শুরু করেছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth