৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

অভিনেত্রী শবনম ফারিয়া  বিচারকের আসনে

আমাদের প্রতিদিন
7 months ago
388


আমাদের ডেস্কঃ
অভিনেত্রী শবনম ফারিয়ার ক্যারিয়ারের শুরুটা মডেলিংয়ের মাধ্যমে। এরপর তিনি নাটক-চলচ্চিত্রে অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা পান। এবার এই অভিনেত্রীর ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তাঁকে দেখা যাবে জনপ্রিয় রিয়্যালিটি শোহা-শো বিচারকের আসনে। ফারিয়া ছাড়াও এই অনুষ্ঠানে বিচারক হিসেবে থাকছেন অভিনেতা তুষার খান চিত্রনায়ক আমিন খান।
শবনম ফারিয়া বলেন, নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে আমি বেশ আনন্দিত। ‘‘এবারই প্রথম বিচারকের আসনে বসছি। সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকেহা শো সঙ্গে যুক্ত হওয়া। এই অনুষ্ঠানটি ব্যক্তিগতভাবে আমারও ভীষণ ভালো লাগে। আবার বাড়তি পাওনা হিসেবে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটি আরো আনন্দের। আশা করছি, জমজমাট আসর হবে এবার।’’

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth