২১ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

মুম্বাইয়ের শুটিং সেটে আহত শাকিব খান

আমাদের প্রতিদিন
3 weeks ago
75


আমাদের ডেস্কঃ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সবকিছু ঠিকঠাক চলছিল বেশ তবে এর মাঝেই হঠাৎ বিপত্তি। শুটিংয়ে গিয়ে একটি দরজায় আঘাত লেগে আহত হন শাকিব খান। চোখের ঠিক ওপরে এই আঘাত পান এই অভিনেতা।

‘বরবাদ’ এর পরিচালক মেহেদী হাসান জানান, এ ঘটনায় শাকিব খানকে  দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানিয়েছে ভয়ের কোনো কারণ নেই। তারা ব্যথানাশক ওষুধ দিয়েছেন।

জানা গেছে, চিকিৎসা শেষে ফের শুটিং ফ্লোরে ফিরেছেন শাকিব খান। সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেছেন। এমনকি আজ রোববার শুটিং সেটে ব্যস্ত জনপ্রিয় এই অভিনেতা।

অন্যদিকে নির্মাতা মেহেদী হাসান বলেন, শুক্রবার (৮ অক্টোবর) আমাদের একটি দৃশ্য ছিল দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আমরা সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে দিয়ে পাশের একটা হাসপাতাল যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ভয়ের কিছু নেই। তিনি আরও বলেন, ওই দিন আমরা শুটিং বন্ধ রাখতে চেয়েছিলাম যাতে শাকিব ভাই বিশ্রাম নিতে পারেন। কিন্তু তিনি আমাদের শুটিং করতে বলেন।

প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth