১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

পুরুষের তুলনায় নারীরাই বেশি প্রতারণা করেন: অমীষা পটেল

4 days ago
60


বিনোদন ডেস্ক:

বলিউডের  অভিনেত্রী অমীষা পটেল সম্প্রতি এক সাক্ষাৎকারে  বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি মনে করেন পুরুষের তুলনায় নারীরাই বেশি প্রতারণা করেন।  তাঁর দাবি, বর্তমানে সম্পর্কে প্রতারণা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ,আর এ নিয়েই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের প্রশ্ন, তাঁর বক্তব্য কি ইঙ্গিত করছে দীপিকা পাড়ুকোনকে?

প্রকাশ্যে ক্যাটরিনার বেবি বাম্প, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

“আজকাল সম্পর্ক ভাঙা বা প্রতারণা করা কোনও বড় ব্যাপারই নয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই প্রজন্ম প্রতারণা করেও কোনও অনুতাপ অনুভব করে না। আগে মানুষের মনে পাপবোধ বা ভয় কাজ করত, এখন আর কিছুই যায় আসে না।”

অমীষার মতে, আজকের যুগে অনেক নারী বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়াচ্ছেন। অভিনেত্রীর ভাষায়,

“আমার কাছে কয়েকজন নারী স্বীকার করেছেন যে, বিয়ের আগে তাঁরা তিন-চারজন পুরুষের সঙ্গে মেলামেশা করেছেন। এরপরই সিদ্ধান্ত নিয়েছেন কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন।”

নেটিজেনদের নজরে দীপিকা!

অমীষার এই বক্তব্য সামনে আসতেই নেটিজেনদের মধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে। অনেকে মনে করছেন, তিনি পরোক্ষভাবে দীপিকা পাড়ুকোনকেই নিশানা করেছেন। কারণ, করণ জোহরের টক শো-তে দীপিকা নিজেই একসময় জানিয়েছিলেন যে, রণবীর সিং-এর সঙ্গে সম্পর্কে থাকার সময়ও তিনি অন্য পুরুষদের সঙ্গে দেখা করতেন। সবার সঙ্গে মিশে তিনি বুঝেছিলেন, রণবীরই তাঁর জীবনের উপযুক্ত সঙ্গী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া

অমীষার মন্তব্য প্রকাশ্যে আসতেই অনেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটিজেন খোঁচা দিয়ে লিখেছেন, “মনে হচ্ছে দীপিকার জন্যই অমীষা এমন মন্তব্য করেছেন!” অন্যদিকে, অনেকেই বলছেন, এই ধরনের মন্তব্য করে অমীষা কেবল বিতর্ক তৈরি করছেন, যা তারকাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের মতো শোনায়।

অমীষা পটেলের মন্তব্যকে ঘিরে বলিউডে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। যদিও দীপিকার নাম সরাসরি নেননি তিনি, তবুও নেটিজেনদের কটাক্ষ থামছে না। এখন দেখার বিষয়, দীপিকা বা রণবীর এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেন কি না।

আমাদের প্রতিদিন/শরিফুল ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth