১৭ পৌষ, ১৪৩২ - ৩১ ডিসেম্বর, ২০২৫ - 31 December, 2025

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় গঙ্গাচড়ায় কোরআন তেলাওয়াত

2 hours ago
71


নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় গঙ্গাচড়া উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়। নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীগণ কালো ব্যাচ ধারণ করেন। মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলের ৭ দিনের কর্মসূচি ও সরকারের কর্মসূচি ঘোষণার পরই গঙ্গাচড়া উপজেলা বিএনপির উদ্যোগে কর্মসূচি পালন শুরু করা হয় ।কোরআন খতমে তেলওয়াত শেষে দোয়া মাহফিল করা হয়। বুধবারও কোরআন খতম ও দোয়া মাহফিল করা হয়। উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, একজন আপোষহীন নেত্রী,  যিনি গণতন্ত্রের নেত্রী, সফল ৩ বারের প্রধানমন্ত্রী দেশের গণমানুষের আস্থাভাজন ও  দলের দক্ষ চেয়ারপারসন হিসেবে দলকে গণমানুষের দলে পরিনত করেছেন। ওনার ইন্তেকালে দেশবাসী একজন সফল অভিভাবক হারালো। ওনার আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল করা হচ্ছে। উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত সদস্য গোলাম রব্বানী রঞ্জু বলেন, মহাকালের সমাপ্তিতে দলের কর্মসূচি সফলভাবে পালন করা হবে। অন্যদিকে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যান ফ্রন্ট গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষে কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে জানাজায় অংশ নিতে এমপি প্রার্থী মোকাররম হোসেন সুজনসহ দলীয় অনেক নেতাকর্মী মঙ্গলবার রাতেই ঢাকায় চলে গেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth