১ পৌষ, ১৪৩২ - ১৫ ডিসেম্বর, ২০২৫ - 15 December, 2025

ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

10 hours ago
130


মো: হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):

সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।  রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জাতির শ্রেষ্ঠ ও সম্মুখযুদ্ধের রনাঙ্গনে শাহাদৎ বরণকারী বীরমুক্তিযোদ্ধাদের ৬টি কবরস্থানে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, নবাগত অফিসার ইনচার্জ শতকত আলী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রভাষক আবুল কাশেম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা, জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণ। ১৯৭১ সালে এই দিনে পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর আল শামসরা নির্মাম ভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের বিজয়ের চুড়ান্ত মুহুর্তে বাংঙ্গালী জাতীকে মেধাশুন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ হত্যা করে। দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসে এই দিনটি কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth