১ পৌষ, ১৪৩২ - ১৫ ডিসেম্বর, ২০২৫ - 15 December, 2025

পীরগঞ্জে অটো মিশুক চালকের মরদেহ উদ্ধার

10 hours ago
19


পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে এক অটো মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। রোববার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মুক্তাগাড়ী বিলসংলগ্ন মাহবুব মন্ডলের জমি থেকে এ মরদেহ উদ্ধার হয়।

পীরগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি  উপজেলার চতরা ইউনিয়নে গোবিন্দ পাড়া গ্রামের মোয়াজ্জের হোসেনের পুত্র নুরুল ইসলাম (৫৫)। নুরুল ইসলাম শনিবার সন্ধ্যা ছয়টার দিকে অটো মিশুক নিয়ে ভাড়ায় বের হন। তিনি হরিণ সিং দিঘী এলাকায় যাওয়ার কথা বলেছিলেন। তবে রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

পুলিশের প্রাথমিক ধারণা, অটো মিশুক ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারীরা  নুরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে মিশুকটি নিয়ে গেছে। এ হত্যার ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে এবং এ ব্যাপারে মামলা ও মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth