১ পৌষ, ১৪৩২ - ১৫ ডিসেম্বর, ২০২৫ - 15 December, 2025

ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ রোধে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সর্তকতা,টহল জোরদার

10 hours ago
31


হিলি প্রতিনিধি:

জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বিদেশে পালিয়ে যেতে না পারে সেলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছে বিজিবি।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে হিলি সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে বাড়তি টহল দেওয়া হচ্ছে।বাড়তি সদস্য মোতায়েনসহ গোয়েন্দা নজরদাড়ি বাড়ানো হয়েছে। এছাড়াওসীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির পক্ষ থেকে চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন ব্যাক্তি যানবাহন ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হচ্ছে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল লতিফুল বারীবিষয়টি নিশ্চিত করে জানান,এবিষয়ে আমাদের পোষ্টগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে,আমরা সতর্ক আছি বা থাকবো। যাতে কোনভাবেই অপরাধীরা সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth