১ পৌষ, ১৪৩২ - ১৫ ডিসেম্বর, ২০২৫ - 15 December, 2025

রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি

10 hours ago
51


প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন করে দূর্বৃত্তরা। এসময়  ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি করে নিয়ে গেছে ওই অফিসের ম্যানেজার জানিয়েছে। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে, উপজেলার রাজারহাট বাজারের অদুরে চাকিরপশার তালুক শান্তিনগর গ্রােেম আব্দুস সালামের ভাড়া বাসায় আবুল খায়ের টোবাকো(মেরিজ সিগাপরেট) জোনাল অফিসে। তবে হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার কিংবা ডাকাতি হওয়া টাকা উদ্ধর করতে পারেনি। পারেনি।

এলাকাবাসী ও পুলিশ জানান,  ওই অফিসে তপন চন্দ্র সরকার(৬০) নামের এক ব্যক্তি দীঘ ৮/৯ বছর ধরে নাইটগার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। তিনি উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া গ্রামের মৃত ধীরেন্দ্র নাথের ছেলে। তিনি পুরো পরিবার নিয়ে গ্রামীণ ব্যাংকের পাশে গালামাল ব্যবসায়ী রঞ্জু মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।  ঘটনার দিন গত রোববার(১৪ডিসেম্বর) সকালে তপন সরকারকে মোবাইল ফোনে না পেয়ে তাঁর ছেলে মানিক সরকার অফিসে এসে দেখতে পান অফিসের কেচিগেট খোলা। ভিতরে গিয়ে দেখেন তার বাবাকে হত্যা করে লাশ মেঝেতে ফেলে রেখেছে।  তার আত্ম চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। কোম্পানীর ম্যানেজার আনোয়ার কামাল লিটন ঘটনাস্থলে এসে অফিস ডাকাতি হয়েছে। শনিবার গভীর রাতে দূর্বৃত্তরা তপন সরকারের মাথায় আঘাত করে হত্যা করে অফিসের লকারে রাখা ৩৪লাখ ২০হাজার টাকা নিয়ে সটকে পড়েছে। এলাকাবাসীরা জানান, যেভাবে তপনকে খুন করা হয়েছে তাতে বুঝা যায় খুনিরা  ৮/১০ জন  এ মিশনে অংশ নিয়েছে।  এদিকে তপন সরকারের ছেলে মানিক সরকার বলেন, শনিবার রাত ১২টাকা ৪২মিনিটেও বাবা আমার বোনের সাথে কথা বলেছে। সে সময় ম্যানেজার সহ কোম্পানীর সেলসম্যানরা অবস্থান করছিল। রবিবার সকালে অফিসের মেজেতে বাবার রক্তমাখা লাশ পাওয়া গেল। আমি বাবার হত্যাকারীদের বিচার এবং ফাঁসি চাই। তপন সরকারের লাশ দেখতে মুহুর্তের মধ্যে হাজারও লোকের ভিড় জমে।  খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে সকাল সাড়ে ১১টায় সিআইডির ফরেনসিক টিম এসে লাশের সুরতহাল রিপোর্টসহ খুনের আলামত সংগ্রহ করেন।   এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। কুড়িগ্রাম অতিরক্তি পুলিশ সুপার(কুড়িগ্রাম সার্কেল) মাসুদ রানা বলেন, যারা হত্যাকান্ড ঘটিয়েছে তারা পেশাদারখুনি। তারা সিসিটিভির সকল আলামত নষ্ট করেছে।বিষয়টি পুলিশ ও সিআইডি তদন্ত করছে। তবে দ্রুত এই হত্যার মোটিভ বের হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth