১ পৌষ, ১৪৩২ - ১৫ ডিসেম্বর, ২০২৫ - 15 December, 2025

নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

10 hours ago
22


নীলফামারী প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রবিবার সকালে (১৪ডিসেম্বর) নীলফামারী সরকারী কলেজ বধ্যভুমিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও নীলফামারী সরকারী কলেজের সহযোগীতায় এই কর্মসুচি পালন করা হয়। সকাল নয়টায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সরকারী কলেজ, সরকারী বেসরকারী বিভিন্ন দফতর, কলেজ ছাত্রদল সংগঠন শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে।

পুষ্পমাল্য অর্পণ শেষে সরকারী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফিরোজুল আলম বক্তব্য দেন।

নীলফামারী সরকারী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওমর ফারুকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তা ছিলেন একই কলেজের রসায়ন বিভাগের প্রফেসর জাহাঙ্গীর আলম।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth