১ পৌষ, ১৪৩২ - ১৫ ডিসেম্বর, ২০২৫ - 15 December, 2025

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল প্রার্থী মনোনয়নের জন্য জাতীয় পার্টি রংপুর জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত

10 hours ago
23


নিজস্ব প্রতিবেদক:

আগামী ১২ই ফেব্রুয়ারী ২০২৬ইং রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল প্রার্থী মনোনয়নের জন্য

জাতীয় পার্টি, রংপুর জেলার বর্ধিত সভা গত ১৪ইং ডিসেম্বর (রোববার) বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত  বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ্ব মো: মোস্তাফিজার রহমান মোস্তফা।

জাতীয় পার্টি রংপুর জেলার আহবায়ক মো: আজমল হোসেন লেবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির। বর্ধিত সভয় রংপুর জেলার সকল উপজেলা (আসনে) জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন তালিকা প্রণয়নসহ সাংগঠনিক বিভিন্ন বিয়যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন

জাতীয় পার্টি রংপুর জেলার পীরগাছা ও কাউনিয়া আসনের মনোনীত প্রার্থী শাহ আবু নাসের মো: মাহাবুব, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো: নুর আলম যাদু, বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির অন্যতম নেতা এ্যাড. মোকাম্মেল হক চৌধুরী, বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোবাজ্জল হোসেন, সদস্য সচিব মাসুদ রানা, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো: আনিছুর রহমান আনিস, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো: আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফারুক হোসেন, রংপুর মহানগর জাতীয় পার্টির ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো: হানিফুর রহমান হানিফ, রংপুর মহানগর জাতীয় পার্টির ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো: শহিদুল ইসলাম, রংপুর মহানগর জাতীয় পার্টির ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় রংপুর জেলার সংশ্লিষ্ট সকল উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth